মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ২৯৬৬
১২. দ্বিতীয় অনুচ্ছেদ - শুফ্আহ্
২৯৬৬। হযরত সায়ীদ ইবনে হুরাইস (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলিতে শুনিয়াছি, তোমাদের মধ্যে যে ব্যক্তি বাড়ী অথবা জমি বিক্রয় করিয়াছে, তাহার কাজে বরকত না হওয়ারই সে উপযুক্ত। তবে যদি সে উহা ঐরূপ কাজে লাগায়। —ইবনে মাজাহ্ ও দারেমী
الْفَصْل الثَّانِي
عَن سعيد بن حُرَيْث قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ بَاعَ مِنْكُمْ دَارًا أَوْ عَقَارًا قَمِنٌ أَنْ لَا يُبَارَكُ لَهُ إِلَّا أَنْ يَجْعَلَهُ فِي مِثْلِهِ» . رَوَاهُ ابْنُ مَاجَهْ والدارمي
হাদীসের ব্যাখ্যা:
জায়গা-জমি জায়গা-জমি কিনার উদ্দেশ্য ছাড়া বিক্রি করা উচিত নহে। ইহাই হাদীসের মর্ম। হাদীসটির অধ্যায়ের সাথে সম্পর্ক নাই। প্রসঙ্গক্রমে এখানে আনা হইয়াছে।
