মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ২৯৬৭
১২. দ্বিতীয় অনুচ্ছেদ - শুফ্আহ্
২৯৬৭। হযরত জাবের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ পড়শী তাহার শোফার হকদার। তাহার জন্য এ ব্যাপারে অপেক্ষা করা হইবে যদিও সে অনুপস্থিত থাকে, যখন উভয়ের পথ এক হয়।—আহমদ, তিরমিযী, আবু দাউদ, ইবনে মাজাহ্ ও দারেমী
وَعَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْجَارُ أَحَقُّ بِشُفْعَتِهِ يُنْتَظَرُ لَهَا وَإِنْ كَانَ غَائِبًا إِذَا كَانَ طَرِيقُهُمَا وَاحِدًا» . رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ. والدارمي

হাদীসের ব্যাখ্যা:

৩ নং হাদীসে উভয়ের পথ এক হওয়ার কথা নাই। আর সেই হাদীসটি এ হাদীস অপেক্ষা উত্তম। সুতরাং উভয়ের পথ এক না হইলেও প্রতিবেশীর হক্‌কে শোফা থাকিবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৯৬৭ | মুসলিম বাংলা