মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ২৯৬৫
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
১২. প্রথম অনুচ্ছেদ - শুফ্আহ্
২৯৬৫। সেই হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন : যখন তোমরা কোন রাস্তার পাশ সম্পর্কে মতভেদ করিবে, তখন উহার পাশ সাত হাত ধরা হইবে। —মুসলিম
كتاب البيوع
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا اخْتَلَفْتُمْ فِي الطَّرِيقِ جُعِلَ عرضه سَبْعَة أَذْرع» . رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
‘সাত হাত’—ইহা নূতন রাস্তা খোলার সময়ের কথা। কোন রাস্তা পূর্ব হইতে আরও বড় থাকিলে তাহা কমাইবার অধিকার কাহারও নাই। তৎকালে সাধারণ রাস্তার পক্ষে এই পরিমাণই যথেষ্ট ছিল। আজকালের যানবাহনের পক্ষে ইহা যথেষ্ট নহে। মোটকথা, স্থান-কালের পরিবর্তনের সাথে এই হুকুম পরিবর্তনশীল।