মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ২৯৬২
১২. প্রথম অনুচ্ছেদ - শুফ্আহ্
২৯৬২। সেই হযরত জাবের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক এমন শরিকী সম্পত্তিতে শোফার অধিকার দিয়াছেন যাহা বিভক্ত করা হয় নাই—চাই উহা বাড়ী-ভিটা হোক; চাই বাগান। তাহার পক্ষে উহা বিক্রয় করা জায়েয নহে, যাবৎ না তাহার শরীককে খবর দেয়। শরীক ইচ্ছা করিলে গ্রহণ করিবে, আর ইচ্ছা না করিলে ছাড়িয়া দিবে। যখন এ খবর না দিয়া বিক্রয় করিবে, শফীই উহার হকদার হইবে। — মুসলিম
وَعَنْهُ قَالَ: قَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالشُّفْعَةِ فِي كُلِّ شَرِكَةٍ لَمْ تُقْسَمْ رَبْعَةٍ أَوْ حَائِطٍ: «لَا يَحِلُّ لَهُ أَن يَبِيع حَتَّى يُؤذن شَرِيكه فَإِن شَاءَ أَخَذَ وَإِنْ شَاءَ تَرَكَ فَإِذَا بَاعَ وَلَمْ يُؤْذِنْهُ فَهُوَ أَحَقُّ بِهِ» . رَوَاهُ مُسْلِمٌ

হাদীসের ব্যাখ্যা:

প্রথমে বেচিতে অনুমতি দিয়া পরে শোফার দাবী করিলে তখনও তাহার অধিকার থাকিবে। ইমাম আবু হানীফা, মালেক ও শাফেয়ীর ইহাই মত ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৯৬২ | মুসলিম বাংলা