মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ২৯৬৩
১২. প্রথম অনুচ্ছেদ - শুফ্আহ্
২৯৬৩। হযরত আবু রাফে' (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ (নিকট) প্রতিবেশীই (শোফার) হকদার তাহার নৈকট্যের কারণে। -বোখারী
وَعَنْ أَبِي رَافِعٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْجَارُ أَحَقُّ بِسَقَبِهِ» . رَوَاهُ البُخَارِيّ

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস অনুসারেই ইমাম আ'যম আবু হানীফা (রঃ) বলেন, নিকট প্রতিবেশীরও হককে শোফা রহিয়াছে ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৯৬৩ | মুসলিম বাংলা