মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ২৯৫৬
১১. দ্বিতীয় অনুচ্ছেদ - কারো সম্পদে অন্যায় হস্তক্ষেপ, ঋণ ও ক্ষতিপূরণ
২৯৫৬। হযরত আবু উমামা বাহেলী (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলিতে শুনিয়াছি, ধারের বস্তু ফেরত দিতে হইবে। ‘মিনহা’ ফেরত দিতে হইবে, ঋণ পরিশোধ করিতে হইবে এবং জামিনদারের দণ্ড দিতে হইবে। —তিরমিযী ও আবু দাউদ
وَعَنْ أَبِي أُمَامَةَ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «الْعَارِيَةُ مُؤَدَّاةٌ وَالْمِنْحَةٌ مَرْدُودَةٌ وَالدَّيْنُ مَقْضِيٌّ وَالزَّعِيمُ غَارِمٌ» . رَوَاهُ النرمذي وَأَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
‘মিনহা' বা 'মনীহা’—গরু-ছাগল, যাহা অন্যকে দুধ খাইতে দেওয়া হয়। আরবে এই নিয়ম ছিল। কিছুদিনের জন্য হালচাষ করিতে ধার দেওয়া হইলেও ইহাকে 'মনীহা' বলা যাইবে। এইরূপে ফল খাইতে গাছ দেওয়া হইলে বা খেত করিতে জমি দেওয়া হইলেও উহা 'মনীহার অন্তর্গত হইবে।
