মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ২৯৫৭
১১. দ্বিতীয় অনুচ্ছেদ - কারো সম্পদে অন্যায় হস্তক্ষেপ, ঋণ ও ক্ষতিপূরণ
২৯৫৭। হযরত রাফে' ইবনে আমর গেফারী (রাঃ) বলেন, আমি বাচ্চা ছিলাম। আনসারদের খেজুর গাছে ঢিল ছুঁড়িতাম। একবার আমাকে নবী করীম (ﷺ)-এর নিকট ধরিয়া আনা হইল। তিনি জিজ্ঞাসা করিলেন, বাচ্চা, তুমি কেন খেজুর গাছে ঢিল ছোঁড়? আমি বলিলাম, খাইতে। তিনি বলিলেন, ঢিল ছুঁড়িও না। গাছের নীচে যাহা পড়ে খাইও। রাবী বলেন, অতঃপর তিনি তাহার মাথার উপর হাত বুলাইয়া বলিলেন, আল্লাহ্ তুমি তাহার পেটকে ভরাইয়া দাও। – তিরমিযী, আবু দাউদ ও ইবনে মাজাহ্
وَعَن رَافع بن عَمْرو الْغِفَارِيّ قَالَ: كُنْتُ غُلَامًا أَرْمِي نَخْلَ الْأَنْصَارِ فَأُتِيَ بِيَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «يَا غُلَامُ لِمَ تَرْمِي النَّخْلَ؟» قُلْتُ: آكُلُ قَالَ: «فَلَا تَرْمِ وَكُلْ مِمَّا سَقَطَ فِي أَسْفَلِهَا» ثُمَّ مَسَحَ رَأْسَهُ فَقَالَ: «اللَّهُمَّ أَشْبِعْ بَطْنَهُ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ

وَسَنَذْكُرُ حَدِيثَ عَمْرِو بْنِ شُعَيْبٍ فِي «بَابِ اللّقطَة» إِن شَاءَ الله تَعَالَى

হাদীসের ব্যাখ্যা:

‘নীচে যাহা পড়ে খাইও'—ইহাতে বুঝা গেল যে, যেখানে নীচে পড়া ফল খাইতে বা লইয়া যাইতে নিষেধ করার দস্তুর নাই, সেখানে এরূপ করা গোনাহ্ হইবে না। এই সেইদিন পর্যন্ত আমাদের দেশেও নীচে পড়া এমন কি গাছ হইতে পাড়িয়া আম, জাম, গোলাপজাম ও পেয়ারা খাইতে নিষেধ ছিল না। নীচে পড়া তাল যে সে লইয়া যাইত। ইহাতে বাধা দেওয়াকে নীচতা ও হীনতা মনে করা হইত। গৃহস্থ লোকদের মধ্যে দুধ বিক্রয় করাকেও নীচতা মনে করা হইত। যেকোন যাজ্ঞাকারীকে খুশীর সাথে বিনা পয়সায় দুধ দেওয়া হইত। গ্রামে এখনও এই নিয়ম কিছু কিছু আছে। তবে দিন দিন লোক সভ্য হইতেছে এবং কঠোর ও হীন হইতে চলিয়াছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৯৫৭ | মুসলিম বাংলা