মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ২৯৫২
১১. দ্বিতীয় অনুচ্ছেদ - কারো সম্পদে অন্যায় হস্তক্ষেপ, ঋণ ও ক্ষতিপূরণ
২৯৫২। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ পা দণ্ডহীন এবং বলিয়াছেন আগুন দণ্ডহীন। —আবু দাউদ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الرجل جَبَّار وَالنَّار جَبَّار» . رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

পা দণ্ডহীন—অর্থাৎ, আরোহীর বাহন পিছনের পা দ্বারা কাহারো কোন ক্ষতি করিলে তাহাতে দণ্ড লাগিবে না, কিন্তু সামনের পা বা হাত দ্বারা নষ্ট করিলে দণ্ড লাগিবে। কেননা, সামনের দিকে বিধায় আরোহী উহা নিয়ন্ত্রণ করিতে পারে। আগুন দণ্ডহীন—অর্থাৎ, নিজের জায়গায় আগুন জ্বলিলে বাতাস বা অন্য কিছু অপরের ঘরে বা জিনিসে সে আগুন লাগাইয়া দিলে তাহাতেও দণ্ড লাগিবে না।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৯৫২ | মুসলিম বাংলা