মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ২৯৫১
১১. দ্বিতীয় অনুচ্ছেদ - কারো সম্পদে অন্যায় হস্তক্ষেপ, ঋণ ও ক্ষতিপূরণ
২৯৫১। তাবেয়ী হারাম ইবনে সা'দ ইবনে মুহায়্যাসা হইতে বর্ণিত আছে, একবার হযরত বারা ইবনে আযেব (রাঃ)-এর একটি উট কাহারো বাগানে ঢুকিয়া উহা নষ্ট করিয়া দিল। এক্ষেত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) বিচার করিলেন, দিনে বাগান রক্ষা করার দায়িত্ব বাগানওয়ালার, আর রাত্রে পশু যাহা নষ্ট করিবে সে জন্য দায়ী পশুওয়ালা । —মালেক, আবু দাউদ ও ইবনে মাজাহ্
وَعَن حَرَامِ بْنِ سَعْدِ بْنِ مُحَيِّصَةَ: أَنَّ نَاقَةً لِلْبَرَاءِ بْنِ عَازِبٍ دَخَلَتْ حَائِطًا فَأَفْسَدَتْ فَقَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَن أَهْلِ الْحَوَائِطِ حِفْظَهَا بِالنَّهَارِ وَأَنَّ مَا أَفْسَدَتِ الْمَوَاشِي بِاللَّيْلِ ضَامِنٌ عَلَى أَهْلِهَا. رَوَاهُ مَالِكٌ وَأَبُو دَاوُد وَابْن مَاجَه
হাদীসের ব্যাখ্যা:
যেখানে দিনে পশু মাঠে ছাড়িয়া দেওয়ার দস্তুর আছে, সেখানে দিনে খেত রক্ষা করার দায়িত্ব খেতওয়ালার এবং রাত্রে পশু বাঁধিয়া রাখার দায়িত্ব পশুওয়ালার। সুতরাং দিনে ছাড়া পশু খেত নষ্ট করিলে দণ্ড লাগিবে না, কিন্তু যদি পশুওয়ালা সাথে থাকে তবে দণ্ড লাগিবে, যদিও দিনে হয়। ইমাম মালেক ও শাফেয়ী এ হাদীসের ব্যাখ্যায় ইহাই বলেন। পক্ষান্তরে হানাফী গণ বলেন, পশুওয়ালা সাথে না থাকিলে দণ্ড দিতে হইবে না, যদিও রাত্রে হয়।
