মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ২৯৫০
১১. দ্বিতীয় অনুচ্ছেদ - কারো সম্পদে অন্যায় হস্তক্ষেপ, ঋণ ও ক্ষতিপূরণ
২৯৫০। সেই হযরত সামুরা (রাঃ) হইতে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ যে যাহা গ্রহণ করিয়াছে সে তাহার জন্য দায়ী, যাবৎ না উহা আদায় করে। – তিরমিযী, আবু দাউদ ও ইবনে মাজাহ্
وَعَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «عَلَى الْيَدِ مَا أَخَذَتْ حَتَّى تُؤَدِّيَ» . رَوَاهُ التِّرْمِذِيّ وَأَبُو دَاوُد وَابْن مَاجَه

হাদীসের ব্যাখ্যা:

দায়ী—অর্থাৎ, ফেরত দেওয়ার আগে নষ্ট হইয়া গেলে তাহারই দণ্ড হইবে, মালিকের নহে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৯৫০ | মুসলিম বাংলা