মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ২৯৪৯
১১. দ্বিতীয় অনুচ্ছেদ - কারো সম্পদে অন্যায় হস্তক্ষেপ, ঋণ ও ক্ষতিপূরণ
২৯৪৯। হযরত সামুরা ইবনে জুন্দুব (রাঃ) হইতে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ যে তাহার হুবহু মাল কাহারো নিকট পাইয়াছে, সে উহার হকদার। খরিদ্দার ধরিবে তাহাকে যে তাহার নিকট বিক্রয় করিয়াছে। —আহমদ, আবু দাউদ ও নাসায়ী
وَعَن سَمُرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ وَجَدَ عَيْنَ مَالِهِ عِنْدَ رَجُلٍ فَهُوَ أَحَقُّ بِهِ وَيَتَّبِعُ الْبَيِّعُ مَنْ بَاعَهُ» . رَوَاهُ أَحْمد وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ
হাদীসের ব্যাখ্যা:
করীমের মাল রহীমের নিকট পাওয়া গেলে সে তাহা লইয়া আসিবে। খরিদ্দার রহীম ধরিবে যে তাহার নিকট বিক্রয় করিয়াছে তাহাকে ।
