মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ২৯৪৮
১১. দ্বিতীয় অনুচ্ছেদ - কারো সম্পদে অন্যায় হস্তক্ষেপ, ঋণ ও ক্ষতিপূরণ
২৯৪৮। সাহাবী সায়েব তাঁহার বাপ সাহাবী ইয়াযীদের মাধ্যমে নবী করীম (ﷺ) হইতে বর্ণনা করেন, তিনি বলিয়াছেনঃ তোমাদের কেহ যেন তাহার ভাইয়ের লাঠি হাসি-ঠাট্টাচ্ছলে রাখিয়া দিবার উদ্দেশ্যে কাড়িয়া না লয়। যে তাহার ভাইয়ের লাঠি কাড়িয়া লইয়াছে সে যেন উহা তাহাকে ফেরত দেয় (অন্যথায় 'গসব' হইবে)। —তিরমিযী। আর আবু দাউদ جادا পর্যন্ত।
يزِيد عَنْ أَبِيهِ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يَأْخُذُ أَحَدُكُمْ عَصَا أَخِيهِ لَاعِبًا جَادًّا فَمَنْ أَخَذَ عَصَا أَخِيهِ فَلْيَرُدَّهَا إِلَيْهِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَرِوَايَتُهُ إِلَى قَوْله: «جادا»

হাদীসের ব্যাখ্যা:

হাসি-ঠাট্টাচ্ছলে —অর্থাৎ, লয় তো হাসি-ঠাট্টারূপে, কিন্তু অন্তরে ইচ্ছা রাখে না দেওয়ার।
tahqiqতাহকীক:তাহকীক চলমান