মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ২৯৫৩
১১. দ্বিতীয় অনুচ্ছেদ - কারো সম্পদে অন্যায় হস্তক্ষেপ, ঋণ ও ক্ষতিপূরণ
২৯৫৩। তাবেয়ী হযরত হাসান বসরী, সাহাবী হযরত সামুরা (রাঃ) হইতে বর্ণনা করেন, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ যখন তোমাদের কোন (ক্ষুধার্ত) ব্যক্তি কোন পশুপালের নিকট পৌঁছে, তখন যদি উহাতে উহাদের মালিক থাকে, তবে যেন সে তাহার নিকট হইতে অনুমতি লয়, আর যদি উহাতে মালিক না থাকে, তবে যেন সে তিনবার শব্দ করে। যদি কেহ উহাতে সাড়া দেয়, তবে তাহার নিকট হইতে অনুমতি লয়, আর যদি কেহ সাড়া না দেয় তবে যেন সে দুধ দোহায় এবং খায়, কিন্তু কিছু যেন লইয়া না যায়। – আবু দাউদ
وَعَن الْحسن عَن سَمُرَة أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا أَتَى أَحَدُكُمْ عَلَى مَاشِيَةٍ فَإِنْ كَانَ فِيهَا صَاحِبُهَا فَلْيَسْتَأْذِنْهُ وَإِنْ لَمْ يَكُنْ فِيهَا فَلْيُصَوِّتْ ثَلَاثًا فَإِنْ أَجَابَهُ أَحَدٌ فَلْيَسْتَأْذِنْهُ وَإِنْ لَمْ يُجِبْهُ أَحَدٌ فَلْيَحْتَلِبْ وَلْيَشْرَبْ وَلَا يَحْمِلْ» . رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
দুধ দোহায় ও খায়—ইহা (অর্থাৎ, বিনা অনুমতিতে খাওয়া) তখনকার কথা যখন ক্ষুধায় মৃত্যুর আশংকা দেখা দেয়। সামর্থ্যবান হইলে পরে উহার মূল্য আদায় করিয়া দিতে হইবে। কাহারো কাহারো মতে এ অবস্থায় খাওয়াতে মূল্য দেওয়া লাগিবে না। আমাদের ফেকাহর কিতাব দুররে মুখতারে ইহাই গ্রহণ করা হইয়াছে। ইমাম আহমদের মতে ঠিক মৃত্যুর আশংকা ব্যতীত ক্ষুধায় অতি কষ্ট পাইতে লাগিলেও খাইতে পারিবে। (মেরকাত)
