মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ২৯৪২
১১. প্রথম অনুচ্ছেদ - কারো সম্পদে অন্যায় হস্তক্ষেপ, ঋণ ও ক্ষতিপূরণ
২৯৪২। হযরত জাবের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যমানায় একবার সূর্য গ্রহণ হইল, যেদিন রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র ইবরাহীম ইন্তেকাল করিলেন। হুযূর মানুষকে লইয়া দুই রাকআত নামায পড়িলেন ছয় রুকু ও চারি সজদা দিয়া। তিনি নামায শেষ করিলেন আর সূর্য তার পূর্ব অবস্থায় ফিরিয়া গেল। এসময় তিনি বলিলেনঃ তোমাদেরকে যেসব জিনিসের ওয়াদা দেওয়া হয় আমি আমার এই নামাযে সেসব দেখিয়াছি। এসময় আমার সম্মুখে দোযখকে আনা হইয়াছিল, আর ইহা তখনই হইয়াছিল যখন তোমরা আমাকে দেখিয়াছিলে, আমাতে আগুনের ফুলকি পৌঁছার ভয়ে আমি পিছনে হটিয়া ছিলাম। (আমি উহাতে সবকিছু দেখিয়াছি, এমন কি বাঁকা মাথা লাঠিওয়ালা (আমর ইবনে লুহায়আ)-কেও দেখিয়াছি, যে উহাতে আপন নাড়ী-ভুঁড়ি টানিতেছে। সে বাঁকা মাথা লাঠি দ্বারা হাজীদের জিনিস চুরি করিত। যদি লোকে টের পাইত, বলিত, আমার লাঠির মাথায় আটক হইয়া গিয়াছে, আর যদি টের না পাইত উহা লইয়া যাইত। এমন কি আমি দোযখে বিড়ালওয়ালীকেও দেখিয়াছি, যে উহাকে বাঁধিয়া রাখিয়াছিল, অথচ উহাকে খাদ্য দিত না আর ছাড়িয়াও দিত না, যাহাতে উহা মাটির জীব (ইঁদুর ইত্যাদি) ধরিয়া খাইতে পারে, অবশেষে উহা ভুখে মরিয়া যায়। ঐ অতঃপর আমার নিকট বেহেশত আনা হইল, আর উহা ঐ সময় হইয়াছিল যখন তোমরা দেখিলে আমি সামনে আগাইলাম, এমন কি আমি আমার এই অবস্থানে দাঁড়াইলাম। নিশ্চয় আমি তখন এই ইচ্ছায় হাত বাড়াইয়াছিলাম যে, আমি উহার ফল লই, যাহাতে তোমরা উহা দেখিতে পাও। অতঃপর আমার নিকট স্পষ্ট হইয়া উঠিল যে, আমি ইহা যেন না করি। —মুসলিম
وَعَنْ جَابِرٍ قَالَ: انْكَسَفَتِ الشَّمْسُ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ مَاتَ إِبْرَاهِيمُ بْنُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّى بِالنَّاسِ سِتَّ رَكَعَاتٍ بِأَرْبَعِ سَجَدَاتٍ فَانْصَرَفَ وَقَدْ آضَتِ الشَّمْسُ وَقَالَ: مَا مِنْ شَيْءٍ تُوعَدُونَهُ إِلَّا قَدْ رَأَيْتُهُ فِي صَلَاتِي هَذِهِ لَقَدْ جِيءَ بِالنَّارِ وَذَلِكَ حِينَ رَأَيْتُمُونِي تَأَخَّرْتُ مَخَافَةَ أَنْ يُصِيبَنِي مِنْ لَفْحِهَا وَحَتَّى رَأَيْتُ فِيهَا صَاحِبَ الْمِحْجَنِ يَجُرُّ قُصْبَهُ فِي النَّارِ وَكَانَ يسرق الْحَاج بمحجته فَإِن فطن لَهُ قَالَ: إِنَّمَا تعلق بمحجتي وَإِنْ غُفِلَ عَنْهُ ذَهَبَ بِهِ وَحَتَّى رَأَيْتُ فِيهَا صَاحِبَةَ الْهِرَّةِ الَّتِي رَبَطَتْهَا فَلَمْ تُطْعِمْهَا وَلَمْ تَدَعْهَا تَأْكُلُ مِنْ خَشَاشِ الْأَرْضِ حَتَّى مَاتَتْ جُوعًا ثُمَّ جِيءَ بِالْجَنَّةِ وَذَلِكَ حِينَ رَأَيْتُمُونِي تَقَدَّمْتُ حَتَّى قُمْتُ فِي مَقَامِي وَلَقَدْ مَدَدْتُ يَدِي وَأَنَا أُرِيدُ أَنْ أَتَنَاوَلَ مِنْ ثَمَرَتِهَا لِتَنْظُرُوا إِلَيْهِ ثُمَّ بَدَا لِي أَنْ لَا أفعل . رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

ইহাতে বুঝা গেল যে, পালা পশুর সঠিকভাবে তত্ত্বাবধান না করিলে কিয়ামতে শাস্তি ভোগ করিতে হইবে। লাঠিওয়ালার ঘটনার জন্যই এ হাদীসের উল্লেখ। দুই রুকুতে ছয় সজদার কথা সূর্য গ্রহণ অধ্যায়ে গিয়াছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৯৪২ | মুসলিম বাংলা