মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ২৯৪৩
১১. প্রথম অনুচ্ছেদ - কারো সম্পদে অন্যায় হস্তক্ষেপ, ঋণ ও ক্ষতিপূরণ
২৯৪৩। তাবেয়ী কাতাদা বলেন, আমি সাহাবী হযরত আনাস (রাঃ)কে বলিতে শুনিয়াছি, একদা মদীনায় চাঞ্চল্যের সৃষ্টি হইল (শত্রু আসিতেছে), তখন নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহা হইতে একটি ঘোড়া ধার লইলেন, যাহার নাম ছিল ‘মানদুব’ এবং অনুসন্ধানের জন্য উহাতে সওয়ার হইলেন; কিন্তু যখন ফিরিলেন, বলিলেন, আমি তো কিছু দেখিলাম না; আর আমি এই ঘোড়াকে দ্রুতগামীই পাইলাম । -মোত্তাঃ
وَعَن قَتَادَة قَالَ: سَمِعْتُ أَنَسًا يَقُولُ: كَانَ فَزَعٌ بِالْمَدِينَةِ فَاسْتَعَارَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَسًا مِنْ أَبِي طَلْحَةَ يُقَالُ لَهُ: الْمَنْدُوبُ فَرَكِبَ فَلَمَّا رَجَعَ قَالَ: «مَا رَأَيْنَا مِنْ شَيْءٍ وَإِن وَجَدْنَاهُ لبحرا»

হাদীসের ব্যাখ্যা:

‘মানদুব' ছিল ঘোড়ার নাম। ইহাতে বুঝা গেল – (ক) পোষা জানোয়ার ও আসবাব পত্রের নাম রাখিয়া দেওয়া উত্তম। হুযূরের সমস্ত জিনিসেরই নাম রাখা হইয়াছিল। তাঁহার একটি তরবারির নাম ছিল ‘যুলফিকার' (ফাকার)। ইহাতে জিনিসের তালাশে সুবিধা হয়। (খ) হুযূর বড় বীর পুরুষ, সাহসী, বাহাদুর ছিলেন। একাই শত্রু অনুসন্ধানে বাহির হইয়াছিলেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান