মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ২৯৪১
১১. প্রথম অনুচ্ছেদ - কারো সম্পদে অন্যায় হস্তক্ষেপ, ঋণ ও ক্ষতিপূরণ
২৯৪১। হযরত আব্দুল্লাহ্ ইবনে ইয়াযীদ (রাঃ) নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণনা করেন যে, তিনি লুণ্ঠন করিতে ও কাহারো নাক-কান কাটিয়া দিতে নিষেধ করিয়াছেন। —— বোখারী
وَعَن عبد الله بن يزِيد عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَنَّهُ نهى عَن النهبة والمثلة. رَوَاهُ البُخَارِيّ
হাদীসের ব্যাখ্যা:
জাহেলিয়াত যুগে কখনও কখনও নিহত শত্রুর নাক-কান ইত্যাদি অঙ্গ কাটিয়া দেওয়া হইত। হিন্দা শহীদ হযরত হামযার কলিজা বাহির করিয়া চিবাইয়াছিল।
