মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ২৯৪০
১১. প্রথম অনুচ্ছেদ - কারো সম্পদে অন্যায় হস্তক্ষেপ, ঋণ ও ক্ষতিপূরণ
২৯৪০। হযরত আনাস (রাঃ) বলেন, একদা নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁহার জনৈকা বিবির ঘরে ছিলেন, এমন সময় উম্মুল মু'মিনীনদের অপর একজন বড় পেয়ালায় করিয়া হুযুরের জন্য কিছু খাদ্য পাঠাইলেন। (ইহাতে রাগ করিয়া) নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাঁহার ঘরে ছিলেন তিনি খাদেমের হাতে আঘাত হানিলেন, যাহাতে পেয়ালা পড়িয়া টুকরা টুকরা হইয়া গেল। নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ালার টুকরাগুলি একত্র করিলেন, অতঃপর উহাতে যে খাদ্য ছিল তাহা জমা করিতে লাগিলেন এবং বলিলেনঃ তোমাদের মাতা ঈর্ষান্বিত হইয়াছেন। এসময় তিনি খাদেমকে তাবৎ আটকাইয়া রাখিলেন, যাবৎ না তিনি যাঁহার ঘরে ছিলেন তাহার ঘর হইতে একটি আস্ত পেয়ালা আনা হইল। অতঃপর আস্ত পেয়ালাটি তিনি তাঁহাকে দিলেন, যাহার পেয়ালা ভাঙ্গা হইয়াছিল এবং ভাঙ্গাটি তাহার জন্য রাখিলেন যিনি উহা ভাঙ্গিয়াছিলেন। —বোখারী
وَعَنْ أَنَسٍ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ بَعْضِ نِسَائِهِ فَأَرْسَلَتْ إِحْدَى أُمَّهَاتِ الْمُؤْمِنِينَ بِصَحْفَةٍ فِيهَا طَعَامٌ فَضَرَبَتِ الَّتِي النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَيْتِهَا يَدَ الْخَادِمِ فَسَقَطَتِ الصَّحْفَةُ فَانْفَلَقَتْ فَجَمَعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِلَقَ الصَّحْفَةِ ثُمَّ جَعَلَ يَجْمَعُ فِيهَا الطَّعَامَ الَّذِي كَانَ فِي الصَّحْفَةِ وَيَقُولُ: «غَارَتْ أُمُّكُمْ» ثُمَّ حَبَسَ الْخَادِمَ حَتَّى أُتِيَ بِصَحْفَةٍ مِنْ عِنْدِ الَّتِي هُوَ فِي بَيْتُهَا فَدَفَعَ الصَّحْفَةَ الصَّحِيحَةَ إِلَى الَّتِي كُسِرَتْ صَحْفَتُهَا وَأَمْسَكَ الْمَكْسُورَةَ فِي بَيْتِ الَّتِي كَسَرَتْ. رَوَاهُ البُخَارِيّ
হাদীসের ব্যাখ্যা:
ইহাতে বুঝা গেল, এইরূপ স্থলে উহার ক্ষতিপূরণ দিতে হইবে।
