মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ২৯৩৯
১১. প্রথম অনুচ্ছেদ - কারো সম্পদে অন্যায় হস্তক্ষেপ, ঋণ ও ক্ষতিপূরণ
২৯৩৯। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ তোমাদের কেহ যেন কাহারো বিনা অনুমতিতে তাহার পশুর দুধ না দোহায়। কেননা, তোমাদের মধ্যে কেহ কি পছন্দ করে, কেহ তাহার দোতলায় পৌঁছুক, আর তাহার ভাণ্ডার ভাঙ্গিয়া তাহার খাদ্যশস্য লইয়া যাক। নিশ্চয় তাহাদের পশুর স্তন তাহাদের জন্য খাদ্যকে (দুধকে) ভাণ্ডার করিয়া রাখে। —মুসলিম
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَحْلُبَنَّ أَحَدٌ مَاشِيَةَ امْرِئٍ بِغَيْرِ إِذْنِهِ أَيُحِبُّ أَحَدُكُمْ أَنْ يُؤْتى مشْربَته فتكسر خزانته فَينْتَقل طَعَامُهُ وَإِنَّمَا يَخْزُنُ لَهُمْ ضُرُوعُ مَوَاشِيهِمْ أَطَعِمَاتِهِمْ» . رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

কাহারো মালে অন্যায় হস্তক্ষেপ, ধার ও ক্ষতিপূরণ

'অন্যায় হস্তক্ষেপ'—মূলে 'গসব' শব্দ রহিয়াছে। যাহার অর্থ, জোর দখল বা অন্যায় হস্তক্ষেপ। ‘ধার’—মূলে আরিয়্যত শব্দ রহিয়াছে, যাহার অর্থ, জিনিসপত্র ধার বা টাকাকড়ি ধার দেওয়া অথবা করা। ইহাকে করয বা দাইন বলে। —অনুবাদক

আরবরা সাধারণত ঘরের দোতলায়ই খাদ্যভাণ্ডার করিয়া রাখিত। তাহারা বিনা অনুমতিতে মাঠের পশুর দুধও দুহিয়া খাইত।
tahqiqতাহকীক:তাহকীক চলমান