মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ২৯৩৬
১০. তৃতীয় অনুচ্ছেদ - অংশীদারিত্ব ও ওয়াকালাহ্ (দায়িত্ব প্রদান)
২৯৩৬। হযরত সুহাইব রূমী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তিন জিনিসে বরকত রহিয়াছে, অঙ্গীকারের উপর বিক্রয় করা, ভাগে বা শরীকিতে ব্যবসা করা এবং ঘরের কাজে গমের সাথে যব মিশান, —বিক্রিতে নহে। —ইবনে মাজাহ্
الْفَصْل الثَّالِث
عَن صُهَيْبٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ثَلَاثٌ فِيهِنَّ الْبَرَكَةُ: الْبَيْعُ إِلَى أَجَلٍ والمقارضة واخلاط الْبُرِّ بِالشَّعِيرِ لِلْبَيْتِ لَا لِلْبَيْعِ . رَوَاهُ ابْنُ مَاجَه
হাদীসের ব্যাখ্যা:
শরীকিতে ব্যবসা করা—মূলে 'মুকারেযা' শব্দ রহিয়াছে। যাহার এক অর্থ, করয বা ধার দেওয়া, অপর অর্থ পুঁজি দিয়া ভাগে কাজ করা, যাহাকে মুযারেবাত ও কেরায বলে।
