মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ২৯৩৫
১০. দ্বিতীয় অনুচ্ছেদ - অংশীদারিত্ব ও ওয়াকালাহ্ (দায়িত্ব প্রদান)
২৯৩৫। হযরত জাবের (রাঃ) বলেন, আমি খায়বরের দিকে যাইতে ইচ্ছা করিলাম। অতঃপর নবী করীম (ﷺ)-এর নিকট যাইয়া তাঁহাকে সালাম করিয়া বলিলাম, হুযুর, আমি খায়বরের দিকে যাইতে ইচ্ছা করিয়াছি। হুযূর বলিলেন, তথায় যখন আমার উকিলের নিকট পৌঁছিবে, তাহার নিকট হইতে পনর 'ওছক' (খেজুর) লইবে। সে যদি তোমার নিকট আমার কোন নিদর্শন তালাশ করে, তখন তুমি তাহার গলার হাঁসুলির উপর হাত রাখিও। – আবু দাউদ
وَعَنْ جَابِرٍ قَالَ: أَرَدْتُ الْخُرُوجَ إِلَى خَيْبَرَ فَأَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَلَّمْتُ عَلَيْهِ وَقُلْتُ: إِنِّي أَرَدْتُ الْخُرُوجَ إِلَى خَيْبَرَ فَقَالَ: «إِذَا أَتَيْتَ وَكِيلِي فَخُذْ مِنْهُ خَمْسَةَ عَشَرَ وَسْقًا فَإِنِ ابْتَغَى مِنْكَ آيَةً فَضَعْ يدك على ترقوته» . رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

হাঁসুলীর উপর হাত রাখার কথা সম্ভবত হুযুর আপন উকিলকে বলিয়া রাখিয়া ছিলেন। ইহাকে সাময়িক গুপ্ত কোডের সাথে তুলনা করা যায়। ইহাতে বুঝা গেল, কোন কাজে কাহাকেও আপন উকিল বা প্রতিনিধি নিযুক্ত করা জায়েয।
tahqiqতাহকীক:তাহকীক চলমান