মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ২৯৩৪
১০. দ্বিতীয় অনুচ্ছেদ - অংশীদারিত্ব ও ওয়াকালাহ্ (দায়িত্ব প্রদান)
২৯৩৪। সেই হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) বলিয়াছেন তাহার নিকট আমানত আদায় করিবে যে তোমার নিকট আমানত রাখিয়াছে এবং খেয়ানত করিবে না যে তোমার খেয়ানত করিয়াছে তাহারও। —তিরমিযী, আবু দাউদ ও দারেমী
وَعَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَدِّ الْأَمَانَةَ إِلَى مَنِ ائْتَمَنَكَ وَلَا تَخُنْ مَنْ خَانَكَ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَالدَّارِمِيُّ
হাদীসের ব্যাখ্যা:
শরীকি কাজে খেয়ানত হয় বলিয়াই উহার জন্য সাবধান করিতেছেন।
