মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ২৯৩৩
১০. দ্বিতীয় অনুচ্ছেদ - অংশীদারিত্ব ও ওয়াকালাহ্ (দায়িত্ব প্রদান)
২৯৩৩। হযরত আবু হুরায়রা (রাঃ) নবী করীম (ﷺ)-এর নাম করিয়া বলিলেন, তিনি বলিয়াছেন, আল্লাহ্ পাক বলেনঃ দুই অংশীদারের মধ্যে আমি তৃতীয়, যাবৎ তাহারা একে অন্যের সাথে বিশ্বাসঘাতকতা না করে। যখন তাহাদের কেহ অপরের সাথে বিশ্বাসঘাতকতা করে, আমি তাহাদের মধ্য হইতে সরিয়া পড়ি। –আবু দাউদ
কিন্তু রযীন বর্ধিত করিয়াছেন, (তাহাদের মধ্যে) শয়তান আসিয়া পৌঁছে।
কিন্তু রযীন বর্ধিত করিয়াছেন, (তাহাদের মধ্যে) শয়তান আসিয়া পৌঁছে।
الْفَصْل الثَّانِي
عَن أبي هُرَيْرَة رَفَعَهُ قَالَ: إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَقُولُ: أَنا ثَالِث الشَّرِيكَيْنِ مَا لم يخن صَاحِبَهُ فَإِذَا خَانَهُ خَرَجْتُ مِنْ بَيْنِهِمَا . رَوَاهُ أَبُو دَاوُد وَزَاد رزين: «وَجَاء الشَّيْطَان»
হাদীসের ব্যাখ্যা:
শরীকি কাজে বিশ্বাসঘাতকতার কুফল হইতে সতর্ক করাই এ হাদীসের উদ্দেশ্য । এই বিশ্বাসঘাতকতার কারণেই আমাদের দেশে যৌথ কোম্পানী গড়িয়া উঠিতেছে না, আর বিশ্বাস বজায় রাখার ফলেই পাশ্চাত্য দেশসমূহ উহার দ্বারা লাভবান হইতেছে।
