মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ২৯৩২
১০. প্রথম অনুচ্ছেদ - অংশীদারিত্ব ও ওয়াকালাহ্ (দায়িত্ব প্রদান)
২৯৩২। হযরত ওরওয়া ইবনে আবুল জা'দ বারেকী (রাঃ) হইতে বর্ণিত আছে, একদা রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে একটি বকরী খরিদ করিতে একটি দীনার দিলেন। তিনি উহা দ্বারা তাঁহার জন্য দুইটি বকরী খরিদ করিলেন। অতঃপর একটি এক দীনারে বিক্রয় করিয়া দিলেন এবং একটি বকরী ও একটি দীনার তাঁহাকে আনিয়া দিলেন। অতএব, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেচাকিনার ব্যাপারে তাহার জন্য বরকতের দো'আ করিলেন। অতঃপর যদি তিনি মাটিও খরিদ করিতেন তাহাতেও লাভ হইত। — বোখারী
وَعَن عُرْوَة بن أبي الْجَعْد الْبَارِقي: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْطَاهُ دِينَارًا لِيَشْتَرِيَ بِهِ شَاةً فَاشْتَرَى لَهُ شَاتين فَبَاعَ إِحْدَاهمَا بِدِينَار وَأَتَاهُ بِشَاة ودينار فَدَعَا لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَيْعِهِ بِالْبَرَكَةِ فَكَانَ لَوِ اشْتَرَى تُرَابا لربح فِيهِ. رَوَاهُ البُخَارِيّ
হাদীসের ব্যাখ্যা:
হুযুর তাঁহাকে আপন কাজের জন্য উকিল নিযুক্ত করিয়াছিলেন, এখানে ইহাই দেখান হইল।
