মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ২৯৩৭
১০. তৃতীয় অনুচ্ছেদ - অংশীদারিত্ব ও ওয়াকালাহ্ (দায়িত্ব প্রদান)
২৯৩৭। হযরত হাকীম ইবনে হেযাম (রাঃ) হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ (ﷺ) একটি কোরবানীর পশু খরিদ করার জন্য একটি দীনার দিয়া তাঁহাকে বাজারে পাঠাইলেন। তিনি এক দীনার দিয়া একটি দুম্বা খরিদ করিলেন এবং উহা দুই দীনারে বিক্রয় করিলেন। অতঃপর তিনি গৃহে প্রত্যাবর্তন করিলেন। আবার যাইয়া এক দীনার দিয়া একটি কোরবানীর পশু খরিদ করিয়া লইলেন, অতঃপর পশু ও অতিরিক্ত দীনার আনিয়া হুযূরকে দিলেন। রাসূলুল্লাহ (ﷺ) উহা দান করিয়া দিলেন এবং তাঁহার জন্য দোআ করিলেন যেন তাঁহার ব্যবসায়ে বরকত হয়। —তিরমিযী ও আবু দাউদ
وَعَن حَكِيم بن حزَام أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ مَعَهُ بِدِينَارٍ لِيَشْتَرِيَ لَهُ بِهِ أُضْحِيَّةً فَاشْتَرَى كَبْشًا بِدِينَارٍ وَبَاعَهُ بِدِينَارَيْنِ فَرَجَعَ فَاشْتَرَى أُضْحِيَّةً بِدِينَارٍ فَجَاءَ بِهَا وَبِالدِّينَارِ الَّذِي اسْتَفْضَلَ من الْأُخْرَى فَتصدق رَسُول الله صلى بِالدِّينَارِ فَدَعَا لَهُ أَنْ يُبَارَكَ لَهُ فِي تِجَارَته. رَوَاهُ التِّرْمِذِيّ

হাদীসের ব্যাখ্যা:

হাদীসের উদ্দেশ্য হইল—হুযুর হাকীমকে আপন কাজের উকিল বা প্রতিনিধি নিযুক্ত করিয়াছিলেন তাহা দেখানো এবং ইহা শরীআতে জায়েয আছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান