মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ২৮৭২
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - নিষিদ্ধ বস্তু ক্রয়-বিক্রয়
২৮৭২। হযরত আদ্দা ইবনে খালেদ ইবনে হাওয়া (রাঃ) হইতে বর্ণিত আছে, তিনি একটি লেখা বাহির করিলেন, যাহাতে (একটি ক্রীতদাস বা দাসীর হুলিয়া) লিখিত ছিল—ইহা ক্রয় করিল আদ্দা ইবনে খালেদ ইবনে হাওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ্ (ﷺ) হইতে। সে তাঁহার নিকট হইতে একটি ক্রীতদাস বা দাসী ক্রয় করিয়াছে— যাহা কোন প্রকার দোষযুক্ত নহে, বিনষ্ট হওয়ার আশঙ্কা নাই, বিক্রি হওয়ার অযোগ্য পাত্র নহে। দুই মুসলমানের পরস্পরের ক্রয়-বিক্রয়ের ন্যায় (সত্য ও সরলভাবে এই ক্রয়-বিক্রয় হইল)। —তিরমিযী, তিনি বলিয়াছেন, এই হাদীস গরীব।
وَعَنِ الْعَدَّاءِ بْنِ خَالِدِ بْنِ هَوْذَةَ أَخْرَجَ كِتَابًا: هَذَا مَا اشْتَرَى الْعَدَّاءُ بْنُ خَالِدِ بْنِ هَوْذَةَ مِنْ مُحَمَّدٍ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اشْترى مِنْهُ عبدا أَو أمة لَا دَاءَ وَلَا غَائِلَةَ وَلَا خِبْثَةَ بَيْعَ الْمُسْلِمِ الْمُسْلِمَ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ
tahqiqতাহকীক:তাহকীক চলমান