মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ২৮৭৩
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - নিষিদ্ধ বস্তু ক্রয়-বিক্রয়
২৮৭৩। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ (ﷺ) একটি পেয়ালা ও একখণ্ড কম্বল বিক্রি করিতে চাহিলেন। তিনি ক্রেতা আহ্বানে বলিতে লাগিলেন, এই পেয়ালা ও কম্বল খণ্ড কে ক্রয় করিবে ? এক ব্যক্তি বলিল, আমি উভয়টিকে এক দেরহামে (রৌপ্য মুদ্রায়) ক্রয় করিতে পারি। নবী করীম (ﷺ) (নিলামের ডাক আকারে) বলিলেন, এক দেরহামের বেশী কে দিবে? এক ব্যক্তি বলিল, আমি দুই দেরহামে ক্রয় করিতে পারি। তিনি ঐ ব্যক্তির নিকট উহা বিক্রি করিয়া দিলেন। —তিরমিযী, আবু দাউদ ও ইবনে মাজাহ্
وَعَنْ أَنَسٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَاعَ حِلْسًا وَقَدَحًا فَقَالَ: «مَنْ يَشْتَرِي هَذَا الحلس والقدح؟» فَقَالَ رجل: آخذهما بِدِرْهَمٍ. فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ يَزِيدُ عَلَى دِرْهَمٍ؟» فَأَعْطَاهُ رَجُلٌ دِرْهَمَيْنِ فَبَاعَهُمَا مِنْهُ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ
