মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ২৮৭১
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - নিষিদ্ধ বস্তু ক্রয়-বিক্রয়
২৮৭১। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, আমি নকী' নামক স্থানে উট বিক্রি করিতাম দীনারে (স্বর্ণ-মুদ্রায়)। মূল্য গ্রহণকালে আমি ঐ স্বর্ণ-মুদ্রার স্থলে ক্রেতার নিকট হইতে দেরহাম (রৌপ্য-মুদ্রা) গ্রহণ করিতাম। কোন সময় রৌপ্য মুদ্রায় বিক্রি করিয়া উহার স্থলে স্বর্ণ-মুদ্রা গ্রহণ করিতাম। আমি নবী করীম (ﷺ)-এর নিকট উপস্থিত হইয়া ঐ বিষয়ের উল্লেখ করিলাম। তিনি বলিলেনঃ ঐরূপ বদল গ্রহণে দোষ নাই। অবশ্য স্বর্ণ-মুদ্রা ও রৌপ্য মুদ্রার উপস্থিত বিনিময়-হার অনুযায়ী সম্পূর্ণটুকু ঐ স্থানেই হস্তগত করিতে হইবে। কোন অংশও বাকী রাখিয়া ক্রেতা বিক্রেতা পরস্পর পৃথক হইতে পারিবে না । —তিরমিযী, আবু দাউদ, নাসায়ী ও দারেমী
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: كُنْتُ أَبِيعُ الْإِبِلَ بالنقيع بِالدَّنَانِيرِ فآخذ مَكَانهَا الدارهم وأبيع بِالدَّرَاهِمِ فَآخُذُ مَكَانَهَا الدَّنَانِيرَ فَأَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرْتُ ذَلِكَ لَهُ فَقَالَ: «لَا بَأْسَ أَنْ تَأْخُذَهَا بِسِعْرِ يَوْمِهَا مَا لَمْ تَفْتَرِقَا وَبَيْنَكُمَا شَيْءٌ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ والدارمي
tahqiqতাহকীক:তাহকীক চলমান