মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ২৮৬৩
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - নিষিদ্ধ বস্তু ক্রয়-বিক্রয়
২৮৬৩। হযরত ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ (ﷺ) নিষেধ করিয়াছেন— ধারের বিনিময়ে ধারে বিক্রয় করিতে। – দারা কুতনী
وَعَنِ ابْنِ عُمَرَ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم نهى عَن بيع الكالئ بالكالئ. رَوَاهُ الدَّارَقُطْنِيّ

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ, মূল্য বাকী থাকিল এবং ক্রীত বস্তুও বাকী থাকিল, এইরূপ ক্রয়-বিক্রয় নিষিদ্ধ। এই ক্রয়-বিক্রয়ের উপর ভিত্তি করিয়া কোন কার্য করা যাইবে না; করিলে তাহা নিরর্থক হইবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান