২৮৬২। হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) নিষেধ করিয়াছেন—আঙ্গুর বিক্রয় করিতে, যাবৎ না উহা কাল হইয়া যায়, শস্য বিক্রয় করিতে, যাবৎ না উহা পুষ্ট হইয়া যায়। – তিরমিযী ও আবু দাউদ তিরমিযী ও আবু দাউদের এক বর্ণনায় হযরত ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্ (ﷺ) খেজুর বিক্রি করিতে নিষেধ করিয়াছেন, যাবৎ না উহা লাল বা হলুদ হইয়া যায়। তিরমিযী বলিয়াছেন, এই হাদীস হাসান গরীব।