মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ২৮৬৪
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - নিষিদ্ধ বস্তু ক্রয়-বিক্রয়
২৮৬৪। হযরত আমর ইবনে শোআয়ব তাঁহার পিতার মাধ্যমে তাঁহার দাদা হইতে বর্ণনা করিয়াছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) নিষেধ করিয়াছেন— 'ওরবান' রকমের ক্রয়-বিক্রয় হইতে। —মালেক, আবু দাউদ ও ইবনে মাজাহ্
وَعَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ بَيْعِ الْعُرْبَانِ. رَوَاهُ مَالِكٌ وَأَبُو دَاوُد وَابْن مَاجَه

হাদীসের ব্যাখ্যা:

কোন বস্তু বাকী ক্রয় করিয়া ক্রেতা ঐ বস্তুকে গ্রহণ করিয়া নিল; তখন মূল মূল্য প্রদান করিল না, বরং মূল্যের কিছু অংশ প্রদান করিল। শর্ত থাকিল যে, যদি ক্রয় সাব্যস্ত রাখা হয়, তবে মূল্যের অবশিষ্ট আদায় করিয়া দেওয়া হইবে—এই প্রদত্ত অংশকেও মোট মূল্যের অংশ প্রদানই গণ্য করা হইবে। আর যদি ক্রয়কে ভঙ্গ করিয়া ঐ বস্তুকে ফেরত দেওয়া হয়, তবে প্রদত্ত মূল্যের অংশ ক্রেতা ফেরত পাইবে না, উহা বিক্রেতারই থাকিয়া যাইবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান