মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ২৮৪২
৫. প্রথম অনুচ্ছেদ - নিষিদ্ধ বস্তু ক্রয়-বিক্রয়
২৮৪২। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: তুমি যদি তোমার মুসলমান ভ্রাতার নিকট (তোমার বাগানের বা বৃক্ষের) ফল বিক্রি কর, অতঃপর (তুমি তাহাকে বুঝাইয়া দেওয়ার পূর্বেই) যদি উহা বিনষ্ট হইয়া যায়, তবে তোমার জন্য জায়েয হইবে না যে, তুমি তাহার নিকট হইতে কোন মূল্য আদায় কর। তাহার প্রাপ্য তাহাকে না দিয়া কিসের বিনিময়ে তুমি মূল্য গ্রহণ করিবে? —মুসলিম
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ بِعْتَ مِنْ أَخِيكَ ثَمَرًا فَأَصَابَتْهُ جَائِحَةٌ فَلَا يَحِلُّ لَكَ أَنْ تَأْخُذَ مِنْهُ شَيْئًا بِمَ تَأْخُذُ مَالَ أَخِيكَ بِغَيْرِ حقٍ؟» . رَوَاهُ مُسلم
