মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ২৮৪৩
৫. প্রথম অনুচ্ছেদ - নিষিদ্ধ বস্তু ক্রয়-বিক্রয়
২৮৪৩। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, অনেক লোক বাজারে আগত খাদ্যদ্রব্য বাজারের অগ্রভাগে যাইয়া ক্রয় করিয়া ফেলিত। অতঃপর তথায় বসিয়াই বিক্রি করিত। এই শ্রেণীর লোকদেরকে রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐ বস্তু তথায় বসিয়া বিক্রি করিতে নিষেধ করিয়াছেন— যাবৎ না উহা তথা হইতে তাহারা (উক্ত বস্তু বিক্রয়ের সাধারণ স্থানে) নিয়া যায়। আবু দাউদ
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: كَانُوا يَبْتَاعُونَ الطَّعَامَ فِي أَعلَى السُّوقِ فيبيعُونَه فِي مكانهِ فَنَهَاهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ بَيْعِهِ فِي مَكَانِهِ حَتَّى يَنْقِلُوهُ. رَوَاهُ أَبُو دَاوُد وَلم أَجِدهُ فِي الصَّحِيحَيْنِ

হাদীসের ব্যাখ্যা:

এক শ্রেণীর লোক হয়, সাধারণ বিপণী কেন্দ্রে তাহাদের দোকান থাকে না, কিন্তু তাহাদের অর্থ আছে। খাদ্যবস্তুর ন্যায় জরুরী সামগ্রীকে এক হাতে করিয়া নেওয়ার জন্য বাজারের অগ্রভাগে যাইয়া বাজারে আগত ঐ সামগ্রী ক্রয় করিয়া লয়। অতঃপর কোন প্রকার ঝামেলা না পোহাইয়া তথায় বসিয়া বসিয়াই লাভ কষিয়া সাধারণ ব্যবসায়ীদের নিকট বিক্রি করিতে থাকে। এই শ্রেণীর লোকদের কারসাজিতে দ্রব্যমূল্য অনেক বাড়িয়া যায় এবং সাধারণ ক্রেতাগণ ও সাধারণ ব্যবসায়ীগণ অসুবিধার সম্মুখীন হয়। প্রয়োজন ক্ষেত্রে এই শ্রেণীর লোকদের দৌরাত্ম্য কমাইবার জন্য নবী করীম (ﷺ) তাহাদিগকে ঝামেলার সম্মুখীন করিয়া দিতেন যে, সাধারণ বিপণী কেন্দ্রে না পৌঁছাইয়া বিক্রি করার উপর নিষেধাজ্ঞা আরোপ করিয়া দিতেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৮৪৩ | মুসলিম বাংলা