মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ২৮৩৮
৫. প্রথম অনুচ্ছেদ - নিষিদ্ধ বস্তু ক্রয়-বিক্রয়
২৮৩৮। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়াছেন—— আরিয়্যা শ্রেণীর ক্রয়-বিক্রয়ে উহার ফলের অনুমানে খুর্মার বিনিময়ে, যাহা সাধারণত পাঁচ অছকের কমের মধ্যে হইয়া থাকে। অথবা বলা হইয়াছে—পাচ আছকের মধ্যে হইয়া থাকে। মোত্তাঃ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْخَصَ فِي بَيْعِ الْعَرَايَا بِخَرْصِهَا مِنَ التَّمْرِ فِيمَا دُونَ خَمْسَة أوسق أَو خَمْسَة أوسق شكّ دَاوُد ابْن الْحصين
হাদীসের ব্যাখ্যা:
পাঁচ অছকে প্রায় ২৭ মণ। দানের ক্ষেত্রে সাধারণত দুই-চারিটা বা পাঁচ-সাতটা গাছই দেওয়া হয়। এই সংখ্যার গাছে স্বভাবত উক্ত পরিমাণ ফলই ফলিয়া থাকে। তাই এই পরিমাণের উল্লেখ হইয়াছে। উপরোল্লিখিত ব্যাখ্যা অনুযায়ী আরিয়্যার বিনিময় এই পরিমাণের মধ্যে সীমাবদ্ধ নহে।
