মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ২৮৩৯
৫. প্রথম অনুচ্ছেদ - নিষিদ্ধ বস্তু ক্রয়-বিক্রয়
২৮৩৯। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত আছে, রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করিয়াছেন—গাছের ফল ক্রয়-বিক্রয় করিতে, যাবৎ না উহা (খাওয়ার বা কাজে লাগার) উপযোগী হয়। বিক্রেতা ও ক্রেতা উভয়কে নিষেধ করিয়াছেন। — মোত্তাঃ
মুসলিমের এক বর্ণনায় আছে—রাসূলুল্লাহ্ (ছাঃ) নিষেধ করিয়াছেন খেজুর বিক্রি করিতে, যাবৎ না উহাতে লাল বা হলুদ বর্ণ আসিয়া যায় এবং (গম, যব ইত্যাদি) শীষ জাতীয় বস্তু যাবৎ (পূর্ণ পাকিয়া) শুষ্ক সাদা রংধারী না হইয়া যায়। অর্থাৎ, কোন প্রকার মড়কে বিনষ্ট হওয়ার সময় অতিক্রান্ত হইয়া যাওয়ার পর বিক্রি করিবে।
মুসলিমের এক বর্ণনায় আছে—রাসূলুল্লাহ্ (ছাঃ) নিষেধ করিয়াছেন খেজুর বিক্রি করিতে, যাবৎ না উহাতে লাল বা হলুদ বর্ণ আসিয়া যায় এবং (গম, যব ইত্যাদি) শীষ জাতীয় বস্তু যাবৎ (পূর্ণ পাকিয়া) শুষ্ক সাদা রংধারী না হইয়া যায়। অর্থাৎ, কোন প্রকার মড়কে বিনষ্ট হওয়ার সময় অতিক্রান্ত হইয়া যাওয়ার পর বিক্রি করিবে।
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ بَيْعِ الثِّمَارِ حَتَّى يَبْدُوَ صَلَاحُهَا نَهَى الْبَائِعَ وَالْمُشْتَرِي. مُتَّفِقٌ عَلَيْهِ
وَفِي رِوَايَةٍ لِمُسْلِمٍ: نَهَى عَنْ بَيْعِ النَّخْلِ حَتَّى تَزْهُوَ وَعَنِ السنبل حَتَّى يبيض ويأمن العاهة
وَفِي رِوَايَةٍ لِمُسْلِمٍ: نَهَى عَنْ بَيْعِ النَّخْلِ حَتَّى تَزْهُوَ وَعَنِ السنبل حَتَّى يبيض ويأمن العاهة
হাদীসের ব্যাখ্যা:
ফুল হইতে ফল জন্মিয়া যাওয়ার পর যেকোন অবস্থায় ঐ ফল বিক্রি করা হানাফী মাযহাব মতে জায়েয আছে। অবশ্য যদি ক্রয়-বিক্রয়ের কথাবার্তার মধ্যে এইরূপ শর্তের উল্লেখ করে যে, ফল পাকা পর্যন্ত উহা গাছে থাকিবে, তবে ঐ ক্রয়-বিক্রয় নাজায়েয হইয়া যাইবে। উল্লিখিত হাদীসের উদ্দেশ্য ইহাই। কিন্তু যদি ঐরূপ শর্তের উল্লেখ না করা হয় এবং বিবাদ সৃষ্টির আশঙ্কা না থাকে, তবে প্রচলিত প্রথা অনুসারে ঝগড়া-বিবাদ ছাড়া ফল পাকা পর্যন্ত বৃক্ষে রাখিয়া দিলেও তাহাতে দোষ হইবে না। এই মাসআলা মাওলানা আনওয়ার শাহ কাশ্মীরী (রঃ) হইতে ‘ফয়জুল বারী’ তৃতীয় খণ্ডে বর্ণিত রহিয়াছে।
