মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ২৮৩৬
৫. প্রথম অনুচ্ছেদ - নিষিদ্ধ বস্তু ক্রয়-বিক্রয়
২৮৩৬। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত আছে, রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করিয়াছেন— মোহাকালা' মোযাবানা', 'মোখাবারা' ও 'মোআওয়ামা হইতে এবং নিষেধ করিয়াছেন (অনির্দিষ্টরূপে) কিছু অংশ বাদ দেওয়া হইতে। আর 'আরায়া'কে জায়েয বলিয়াছেন। —মুসলিম
وَعَنْهُ قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْمُحَاقَلَةِ وَالْمُزَابَنَةِ وَالْمُخَابَرَةِ وَالْمُعَاوَمَةِ وَعَنِ الثُّنْيَا وَرَخَّصَ فِي الْعَرَايَا. رَوَاهُ مُسْلِمٌ

হাদীসের ব্যাখ্যা:

মোআওয়ামা হইল কোন নির্দিষ্ট বৃক্ষের বা বাগানের ফল দুই-তিন বৎসরের জন্য অগ্রিম বিক্রি করা। ইহা জায়েয নহে। কারণ, পরবর্তী বৎসর এই বৃক্ষে বা বাগানে ফল না-ও হইতে পারে। আর বাদ দেওয়ার অর্থ—যেমন বিক্রেতা বলিল, এই বৃক্ষের সমস্ত ফল তোমার নিকট বিক্রি করিলাম, কিন্তু কিছু অংশ আমি রাখিয়া দিব। ইহা জায়েয নহে। কারণ, কিছু অংশের পরিমাণে বিবাদ হইবে। 'আরায়া' অর্থ পরবর্তী হাদীসে আছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৮৩৬ | মুসলিম বাংলা