মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ২৮৩৫
৫. প্রথম অনুচ্ছেদ - নিষিদ্ধ বস্তু ক্রয়-বিক্রয়
২৮৩৫। হযরত জাবের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করিয়াছেন— মোখাবারা' হইতে, 'মোহাকালা' হইতে এবং 'মোযাবানা' হইতে।

মোহাকালা অর্থ খেতের শস্য (যেমন, গম অনুমানে পরিমিত পরিমাণ, যথা—) বিশ মণ প্রস্তুত গমের বিনিময়ে বিক্রি করা। মোযাবানা অর্থ খেজুর গাছের মাথায় যে খেজুর রহিয়াছে, উহা (অনুমানে পরিমিত পরিমাণ, যথা — ) বিশ মণ ঘুর্মার বিনিময়ে বিক্রি করা। মোখাবারা অর্থ তৃতীয়াংশ বা চতুর্থাংশ শস্যের বিনিময়ে জমি ইজারা দেওয়া (অর্থাৎ, খেত বর্গা দেওয়া)।

—মুসলিম
وَعَنْ جَابِرٍ قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْمُخَابَرَةِ وَالْمُحَاقَلَةِ وَالْمُزَابَنَةِ وَالْمُحَاقَلَةُ: أَنْ يَبِيعَ الرَّجُلُ الزَّرْعَ بِمِائَةِ فَرَقٍ حِنطةً والمزابنةُ: أنْ يبيعَ التمْرَ فِي رؤوسِ النَّخْلِ بِمِائَةِ فَرَقٍ وَالْمُخَابَرَةُ: كِرَاءُ الْأَرْضِ بِالثُّلُثِ والرُّبُعِ. رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

মোহাকালা ও মোযাবানা উভয়টি এক শ্রেণীরই ক্রয়-বিক্রয়। মোহাকালা সাধারণ শস্য-ফসলের মধ্যে এবং মোযাবানা খেজুর ও আঙ্গুরের মধ্যে, উভয়টিই নিষিদ্ধ। আর মোখাবারা হইল, যাহাকে আমরা বর্গা বলিয়া থাকি। ইহাকেও নিষিদ্ধ বলা হইয়াছে, কিন্তু উদ্দেশ্য এই যে, যাহার অতিরিক্ত জমি আছে তাহার জন্য উচিত গরীব মুসলমান ভাইকে কিছু জমি বিনিময় ছাড়া চাষ করিয়া খাইতে দেওয়া।
বস্তুত বর্গাপ্রথা সকল ইমামের মতে, এমন কি হানাফী মাযহাব মতেও জায়েয।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৮৩৫ | মুসলিম বাংলা