মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ২৮১৭
৪. প্রথম অনুচ্ছেদ - সুদ
২৮১৭। হযরত ফাযালা ইবনে আবু ওবায়দ (রাঃ) বলেন, আমি খায়বর বিজয়ের সময়ে একটি মালা ক্রয় করিলাম বার দীনার (স্বর্ণমুদ্রা)-এর বিনিময়ে; ঐ মালায় স্বর্ণ-দানাও ছিল এবং পুঁতিও ছিল। আমি স্বর্ণদানাগুলি ভিন্ন করিয়া দেখিলাম, উহা বার দীনারের পরিমাণ হইতে অধিক। আমি ঐ ক্রয় সম্পর্কে নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিলাম। তিনি বলিলেন: এইরূপ ক্ষেত্রে ভিন্নভাবে স্বর্ণকে লক্ষ্য করা ব্যতিরেকে ক্রয়-বিক্রয় জায়েয নহে। —মুসলিম
وَعَنْ فَضَالَةَ بْنِ أَبِي عُبَيْدٍ قَالَ: اشْتَرَيْتُ يَوْمَ خَيْبَرَ قِلَادَةً بِاثْنَيْ عَشَرَ دِينَارًا فِيهَا ذَهَبٌ وَخَرَزٌ فَفَصَّلْتُهَا فَوَجَدْتُ فِيهَا أَكْثَرَ مِنَ اثْنَيْ عَشَرَ دِينَارًا فَذَكَرْتُ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «لَا تُبَاعُ حَتَّى تُفصَّلَ» . رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
স্বর্ণ-দানার সহিত অন্য দানা মিশ্রিত অবস্থায় স্বর্ণমুদ্রার সহিত বিনিময় হইয়াছে— এইরূপ ক্ষেত্রে উভয়পক্ষের স্বর্ণ সমপরিমাণের হইতে হইবে। অতএব, মিশ্রিত স্বর্ণ-দানাগুলিকে ভিন্নভাবে দেখিতে হইবে উহার পরিমাণ কি ? উহার পরিমাণ নির্ধারিত না করিলে স্বর্ণের সহিত বিনিময় জায়েয হইবে না।
আলোচ্য শ্রেণীর মালা স্বর্ণের সহিত বিনিময় করিতে মালার স্বর্ণ অপেক্ষা বিনিময়ের স্বর্ণ বেশী হইতে হইবে; স্বর্ণ-দানার পরিমাণে স্বর্ণ বাদ হওয়ার পর অবশিষ্ট কিঞ্চিৎটুকু পুঁতির বিনিময় হইবে। সুতরাং বিনিময়ের স্বর্ণ যদি মালার স্বর্ণ-দানার সমপরিমাণ হয়, তবে তাহা জায়েয হইবে না। কারণ, পুঁতির বিনিময়ে কিঞ্চিৎ স্বর্ণ তো নিশ্চয় ধার্য করিতে হইবে; সেমতে স্বর্ণ-দানার বিনিময়ের পরিমাণ উহা অপেক্ষা কম হইবে যাহা জায়েয নহে।
আলোচ্য শ্রেণীর মালা স্বর্ণের সহিত বিনিময় করিতে মালার স্বর্ণ অপেক্ষা বিনিময়ের স্বর্ণ বেশী হইতে হইবে; স্বর্ণ-দানার পরিমাণে স্বর্ণ বাদ হওয়ার পর অবশিষ্ট কিঞ্চিৎটুকু পুঁতির বিনিময় হইবে। সুতরাং বিনিময়ের স্বর্ণ যদি মালার স্বর্ণ-দানার সমপরিমাণ হয়, তবে তাহা জায়েয হইবে না। কারণ, পুঁতির বিনিময়ে কিঞ্চিৎ স্বর্ণ তো নিশ্চয় ধার্য করিতে হইবে; সেমতে স্বর্ণ-দানার বিনিময়ের পরিমাণ উহা অপেক্ষা কম হইবে যাহা জায়েয নহে।
