মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ২৮১৮
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - সুদ
২৮১৮। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ লোকদের উপর এমন যুগ আসিবে যখন (সুদী কারবার ব্যাপক হইয়া পড়িবে, এমন কি) একটি লোকও সুদের ব্যবহার হইতে অব্যাহতি পাইবে না। সে সরাসরি না খাইলেও সুদের ধোঁয়া বা ধুলা তাহাকে স্পর্শ করিবে। —আহমদ, আবু দাউদ, নাসায়ী ও ইবনে মাজাহ্
الْفَصْل الثَّانِي
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَيَأْتِيَنَّ عَلَى النَّاسِ زَمَانٌ لَا يَبْقَى أَحَدٌ إِلَّا أَكَلَ الرِّبَا فَإِنْ لَمْ يَأْكُلْهُ أَصَابَهُ مِنْ بُخَارِهِ» . وَيُرْوَى مِنْ «غُبَارِهِ» . رَوَاهُ أَحْمَدُ وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ وَابْنُ مَاجَهْ
