মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ২৮১৬
৪. প্রথম অনুচ্ছেদ - সুদ
২৮১৬। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরূপ বিনিময় নিষেধ করিয়াছেন যে, একদিকে খুর্মার একটি স্তূপ যাহা ধামা দ্বারা (সঠিকরূপে) পরিমাণ করা হয় নাই; অপর দিকেও খুর্মা (যদিও উহা) নির্দিষ্ট পরিমিত। —মুসলিম
وَعَنْهُ قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ بَيْعِ الصُّبْرَةِ مِنَ التَّمْرِ لَا يُعْلَمُ مَكِيلَتُهَا بِالْكَيْلِ الْمُسَمَّى مِنَ التَّمْرِ. رَوَاهُ مُسلم
