মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ২৮১৫
৪. প্রথম অনুচ্ছেদ - সুদ
২৮১৫। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত আছে, একজন ক্রীতদাস (কোন এলাকা হইতে মদীনায় পৌঁছিল এবং সে (নবীজীর সাহচর্যে থাকিবার উদ্দেশ্যে) হিজরত করিয়া সর্বদার জন্য মদীনায় অবস্থান অবলম্বন করিবে—এই অঙ্গীকারের উপর নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হস্তে দীক্ষা গ্রহণ করিল। তাহার ক্রীতদাস হওয়া নবীজীর নিকট প্রকাশ পায় নাই । [নতুবা মনিবের কাজ ছাড়িয়া মদীনায় অবস্থান করার দীক্ষা গ্রহণ নবী করীম (ছাঃ) মঞ্জুর করিতেন না।]
ইতিমধ্যেই ঐ ক্রীতদাসের মনিব নবীজীর নিকট উপস্থিত হইল এবং তাহাকে নিয়া যাওয়ার ইচ্ছা করিল। [মদীনায় অবস্থান করার দীক্ষা যেহেতু নবী করীম (ছাঃ) মঞ্জুর করিয়াছিলেন, তাই তিনি উহা রক্ষা করার চেষ্টা করিলেন।] নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনিবকে অনুরোধ করিলেন, ক্রীতদাসটি আমার নিকট বিক্রি করিয়া ফেল। সেমতে তিনি উহাকে দুইটি হাবশী ক্রীতদাসের বিনিময়ে ক্রয় করিয়া নিলেন। (এইভাবে তাহার মদীনায় অবস্থানের ব্যবস্থা করিয়া মঞ্জুরকৃত দীক্ষা রক্ষা করিলেন। ইহা নবীজীর অমায়িকতার একটি দৃষ্টান্ত।)
এই ঘটনার পর নবী করীম (ছাঃ) কাহারও ঐরূপ দীক্ষা মঞ্জুর করিতেন না; যাবৎ না তাহাকে জিজ্ঞাসা করিয়া লইতেন — সে ক্রীতদাস না মুক্ত। —মুসলিম
ইতিমধ্যেই ঐ ক্রীতদাসের মনিব নবীজীর নিকট উপস্থিত হইল এবং তাহাকে নিয়া যাওয়ার ইচ্ছা করিল। [মদীনায় অবস্থান করার দীক্ষা যেহেতু নবী করীম (ছাঃ) মঞ্জুর করিয়াছিলেন, তাই তিনি উহা রক্ষা করার চেষ্টা করিলেন।] নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনিবকে অনুরোধ করিলেন, ক্রীতদাসটি আমার নিকট বিক্রি করিয়া ফেল। সেমতে তিনি উহাকে দুইটি হাবশী ক্রীতদাসের বিনিময়ে ক্রয় করিয়া নিলেন। (এইভাবে তাহার মদীনায় অবস্থানের ব্যবস্থা করিয়া মঞ্জুরকৃত দীক্ষা রক্ষা করিলেন। ইহা নবীজীর অমায়িকতার একটি দৃষ্টান্ত।)
এই ঘটনার পর নবী করীম (ছাঃ) কাহারও ঐরূপ দীক্ষা মঞ্জুর করিতেন না; যাবৎ না তাহাকে জিজ্ঞাসা করিয়া লইতেন — সে ক্রীতদাস না মুক্ত। —মুসলিম
وَعَنْ جَابِرٍ قَالَ: جَاءَ عَبْدٌ فَبَايَعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْهِجْرَةِ وَلَمْ يَشْعُرْ أَنَّهُ عَبْدٌ فَجَاءَ سَيِّدُهُ يُرِيدُهُ فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «بِعَيْنِه» فَاشْتَرَاهُ بِعَبْدَيْنِ أَسْوَدَيْنِ وَلَمْ يُبَايِعْ أَحَدًا بَعْدَهُ حَتَّى يَسْأَلَهُ أَعَبْدٌ هُوَ أَوْ حُرٌّ. رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
মাসআলা : পশু-পক্ষী ইত্যাদি জীব এক শ্রেণীর বা বিভিন্ন শ্রেণীর মধ্যে বিনিময় করিতে চাহিলে সমান সমান বা বেশী কমেও বিনিময় জায়েয হইবে। অবশ্য উভয়পক্ষ হইতে উপস্থিত ও নগদ লেনদেন হইতে হইবে।
