মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ২৮১৪
৪. প্রথম অনুচ্ছেদ - সুদ
২৮১৪। হযরত আবু সায়ীদ (রাঃ) হইতে বর্ণিত আছে, একদা বেলাল (রাঃ) নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট 'বনী' (এক প্রকার) খুর্মা নিয়া আসিলেন। নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁহাকে জিজ্ঞাসা করিলেন, এই প্রকার খুর্মা কোথা হইতে পাইলে? তিনি বলিলেন, আমার নিকট খারাব খুর্মা ছিল। আমি উহার দুই ছা' (প্রায় আট সের) এই খুর্মা এক ছা' (প্রায় চার সের )- এর বিনিময়ে বিক্রি করিয়াছি।

এতশ্রবণে নবী করীম (ছাঃ) বলিলেন : ওহ্। ইহা তো প্রকৃত সুদী লেনদেন হইয়াছে। ওহ্! ইহা তো সুদী লেনদেন হইয়াছে। এইরূপ করিও না; বরং তুমি ইহা (তথা মন্দ খুর্মা পরিমাণে বেশী দিয়া কম পরিমাণে উত্তম খুর্মা লাভ করিতে চাহিলে (মুদ্রার বিনিময়ে) মন্দ খুর্মা ভিন্নভাবে বিক্রয় করিবে, অতঃপর (সেই মুদ্রায়) উত্তম খুর্মা ক্রয় করিবে। —মোত্তাঃ
وَعَنْ أَبِي سَعِيدٍ قَالَ: جَاءَ بِلَالٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِتَمْرٍ بَرْنِيٍّ فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مِنْ أَيْنَ هَذَا؟» قَالَ: كَانَ عِنْدَنَا تَمْرٌ رَدِيءٌ فَبِعْتُ مِنْهُ صَاعَيْنِ بِصَاعٍ فَقَالَ: «أَوَّهْ عَيْنُ الرِّبَا عَيْنُ الرِّبَا لَا تَفْعَلْ وَلَكِنْ إِذَا أَرَدْتَ أَنْ تَشْتَرِيَ فَبِعِ التَّمرَ ببَيْعٍ آخر ثمَّ اشْتَرِ بِهِ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৮১৪ | মুসলিম বাংলা