মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ২৮১১
৪. প্রথম অনুচ্ছেদ - সুদ
২৮১১। হযরত মা'মার ইবনে আব্দুল্লাহ্ (রাঃ) বলেন, আমি রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিতাম, খাদ্য-বস্তুর সহিত খাদ্য-বস্তুর বিনিময়ে পরিমাণের সমতা হইতে হইবে। -মুসলিম
وَعَنْ مَعْمَرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: كُنْتُ أسمع رَسُول صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «الطَّعَامُ بِالطَّعَامِ مِثْلاً بمثْلٍ» . رَوَاهُ مُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৮১১ | মুসলিম বাংলা