মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ২৮১০
৪. প্রথম অনুচ্ছেদ - সুদ
২৮১০। হযরত আবু সায়ীদ খুদরী (রাঃ) হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: স্বর্ণ স্বর্ণের বিনিময়ে পরিমাণের সমতা ব্যতিরেকে বিক্রি করিও না, এক দিকে অপর দিক অপেক্ষা বেশী করিও না। রূপা রূপার বিনিময়ে পরিমাণের সমতা ব্যতিরেকে বিক্রি করিও না; এক দিকে অপর দিক অপেক্ষা বেশী করিও না। আর উল্লিখিত বস্তুদ্বয়ে উধারের বিনিময় নগদের সহিত করিও না। — —-মোত্তাঃ

অপর এক বর্ণনায় আছে—স্বর্ণের বিনিময়ে স্বর্ণ এবং রূপার বিনিময়ে রূপা-উভয় দিকের বস্তু ওজন করা ব্যতিরেকে বিক্রি করিও না।
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَبِيعُوا الذَّهَبَ بِالذَّهَبِ إِلَّا مِثْلًا بِمِثْلٍ وَلَا تُشِفُّوا بَعْضَهَا عَلَى بَعْضٍ وَلَا تَبِيعُوا الْوَرِقَ بِالْوَرِقِ إِلَّا مِثْلًا بِمِثْلٍ وَلَا تُشِفُّوا بَعْضَهَا عَلَى بَعْضٍ وَلَا تبِيعُوا مِنْهَا غَائِبا بناجز»

وَفِي رِوَايَةٍ: «لَا تَبِيعُوا الذَّهَبَ بِالذَّهَبِ وَلَا الْوَرق بالورق إِلَّا وزنا بِوَزْن»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৮১০ | মুসলিম বাংলা