মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৭৫৬
১৫. তৃতীয় অনুচ্ছেদ - মদীনার হারামকে আল্লাহ তাআলা কর্তৃক সংরক্ষণ প্রসঙ্গে
২৭৫৬। হযরত ইবনে ওমর (রাঃ) রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নাম করিয়া বলেন যে, তিনি বলিয়াছেনঃ যে হজ্জ করিয়া পরে আমার যিয়ারত করিয়াছে আমার মউতের পরে, সে হইবে ঐ ব্যক্তির ন্যায় যে আমার জীবনে আমার যিয়ারত করিয়াছে। — উক্ত হাদীস দুইটি বায়হাকী শোআবুল ঈমানে বর্ণনা করিয়াছেন।
وَعَنِ ابْنِ عُمَرَ مَرْفُوعًا: «مَنْ حَجَّ فَزَارَ قَبْرِي بَعْدَ مَوْتِي كَانَ كَمَنْ زَارَنِي فِي حَياتِي» . رَوَاهُمَا الْبَيْهَقِيّ فِي شعب الْإِيمَان
হাদীসের ব্যাখ্যা:
‘হজ্জ করিয়া পরে আমার যিয়ারত করিয়াছে ইহাতে বুঝা গেল যে, হজ্জ আগে এবং যিয়ারত পরে করাই বাঞ্ছনীয়। তবে কোন কারণে যিয়ারত যদি আগে করা হয় তাহাও জায়েয।
