মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৭৫৫
১৫. তৃতীয় অনুচ্ছেদ - মদীনার হারামকে আল্লাহ তাআলা কর্তৃক সংরক্ষণ প্রসঙ্গে
২৭৫৫। খাত্তাব পরিবারের এক ব্যক্তি (সাহাবী) নবী করীম (ﷺ) হইতে বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেনঃ যে কেবল আমার যিয়ারত উদ্দেশ্যে আসিয়া আমার যিয়ারত করিবে, কেয়ামতের দিন সে আমার পার্শ্বে থাকিবে, আর যে মদীনাতে বসবাস এখতিয়ার করিবে এবং উহার কষ্টে ধৈর্যধারণ করিবে, কেয়ামতের দিন আমি তাহার জন্য সাক্ষী বা সুপারিশকারী হইব এবং যে দুই হেরেম শরীফের কোন একটিতে মৃত্যুবরণ করিবে, কেয়ামতের দিন তাহাকে আল্লাহ্ তা'আলা বিপদমুক্তদের অন্তর্গত করিয়া উঠাইবেন।
وَعَنْ رَجُلٍ مِنْ آلِ الْخَطَّابِ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ زَارَنِي مُتَعَمِّدًا كَانَ فِي جِوَارِي يَوْمَ الْقِيَامَةِ وَمَنْ سَكَنَ الْمَدِينَةَ وَصَبَرَ عَلَى بَلَائِهَا كُنْتُ لَهُ شَهِيدًا وَشَفِيعًا يَوْمَ الْقِيَامَةِ وَمَنْ مَاتَ فِي أَحَدِ الْحَرَمَيْنِ بَعَثَهُ اللَّهُ مِنَ الْآمِنِينَ يَوْمَ الْقِيَامَة»

হাদীসের ব্যাখ্যা:

'কেবল আমার যিয়ারত উদ্দেশ্যে আসিয়া' – অর্থাৎ, ব্যবসায়-বাণিজ্য বা লোক দেখানোর উদ্দেশ্যে নহে, কেবল আমার মহব্বতে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৭৫৫ | মুসলিম বাংলা