মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৭৫৪
- হজ্জ্বের অধ্যায়
১৫. তৃতীয় অনুচ্ছেদ - মদীনার হারামকে আল্লাহ তাআলা কর্তৃক সংরক্ষণ প্রসঙ্গে
২৭৫৪। হযরত আনাস (রাঃ) নবী করীম (ﷺ) হইতে বর্ণনা করেন যে, তিনি এই দো'আ করিয়াছেন, আল্লাহ্! মক্কায় যাহা তুমি বরকত দান করিয়াছ মদীনায় উহার দুই গুণ বরকত দান কর। – মোত্তাঃ
كتاب المناسك
وَعَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «اللَّهُمَّ اجْعَلْ بِالْمَدِينَةِ ضِعفَي مَا جعلت بِمَكَّة من الْبركَة»