মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৭৪৯
১৫. দ্বিতীয় অনুচ্ছেদ - মদীনার হারামকে আল্লাহ তাআলা কর্তৃক সংরক্ষণ প্রসঙ্গে
২৭৪৯। হযরত যুবায়র ইবনুল আওয়াম (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ ওজ্জের শিকার করা ও উহার কাঁটা গাছ কাটা হারাম আল্লাহর পক্ষ হইতে হারাম করা। – আবু দাউদ। মুহিউসসুন্নাহ বাগাবী বলেন, ওলামাগণ বলিয়াছেন, ওজ্জ হইল তায়েফের একটি অঞ্চল। খাত্তাবী إِنَّهَا শব্দের পরিবর্তে إِنَّه বলিয়াছেন।
وَعَنِ الزُّبَيْرِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ صَيْدَ وَجٍّ وَعِضَاهَهُ حِرْمٌ مُحَرَّمٌ لِلَّهِ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَقَالَ مُحْيِي السُّنَّةِ: «وَجٌّ» ذَكَرُوا أَنَّهَا مِنْ نَاحِيَةِ الطَّائِف وَقَالَ الْخطابِيّ: «إِنَّه» بدل «إِنَّهَا»

হাদীসের ব্যাখ্যা:

হুনাইন অভিযানের মুজাহিদগণের খাদ্যের জন্য ওজ্জ অঞ্চলের শিকার এবং তাঁহাদের পশু খাদ্যের জন্য কাঁটা বাবলা গাছ কাটা অন্যদের পক্ষে সাময়িকভাবে হারাম করা হইয়াছিল। পরে ইহা রহিত করা হয়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৭৪৯ | মুসলিম বাংলা