মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৭৫০
১৫. দ্বিতীয় অনুচ্ছেদ - মদীনার হারামকে আল্লাহ তাআলা কর্তৃক সংরক্ষণ প্রসঙ্গে
২৭৫০। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে মদীনায় মরিতে পারে সে যেন উহাতে মরে। কেননা, যে মদীনায় মরিবে আমি তাহার জন্য (বিশেষভাবে) সুপারিশ করিব। —আহমদ ও তিরমিযী। তিরমিযী বলিয়াছেন, হাদীসটি হাসান সহীহ্ তবে সনদ হিসাবে গরীব।
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنِ اسْتَطَاعَ أَنْ يَمُوت بالمدية فليمت لَهَا فَإِنِّي أَشْفَعُ لِمَنْ يَمُوتُ بِهَا» . رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيح غَرِيب إِسْنَادًا

হাদীসের ব্যাখ্যা:

মদীনায় মরার উদ্দেশ্যে কাহারও পক্ষে বৃদ্ধকাল মদীনায় কাটান সম্ভবপর হইলে তথায় কাটানই উচিত। অন্ততঃ মনে আকাঙ্ক্ষা রাখাও সওয়াবের কারণ। এই একটি বিষয়ে মদীনার ফযীলত অধিক বলিয়া মক্কার তুলনায় মদীনার ফযীলত অধিক বলিয়া মনে করা ঠিক নহে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৭৫০ | মুসলিম বাংলা