মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৭৪৮
১৫. দ্বিতীয় অনুচ্ছেদ - মদীনার হারামকে আল্লাহ তাআলা কর্তৃক সংরক্ষণ প্রসঙ্গে
২৭৪৮। (তাবেয়ী) সালেহ হযরত সা'দ ইবনে আবু ওয়াক্কাসের এক মুক্ত দাস হইতে বর্ণনা করেন যে, একদা হযরত সা'দ মদীনার কতক দাসকে মদীনার কোন গাছ কাটিতে দেখিয়া তাহাদের আসবাবপত্র কাড়িয়া লইলেন এবং তাহাদের মনিবদিগকে বলিলেন, (যখন তাহারা উহা ফেরত চাহিল,) আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে মদীনার কোন গাছ কাটিতে নিষেধ করিতে শুনিয়াছি এবং বলিতে শুনিয়াছি, যে মদীনার গাছের কিছু কাটিবে, তাহাকে যে ধরিতে পারিবে সে তাহার জামা-কাপড় কাড়িয়া লইবে। — আবু দাউদ
وَعَنْ صَالِحٍ مَوْلًى لِسَعْدٍ أَنَّ سَعْدًا وَجَدَ عَبِيدًا مِنْ عَبِيدِ الْمَدِينَةِ يَقْطَعُونَ مِنْ شَجَرِ الْمَدِينَةِ فَأَخَذَ مَتَاعَهُمْ وَقَالَ يَعْنِي لِمَوَالِيهِمْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ينْهَى أَنْ يُقْطَعَ مِنْ شَجَرِ الْمَدِينَةِ شَيْءٌ وَقَالَ: «مَنْ قَطَعَ مِنْهُ شَيْئًا فَلِمَنْ أَخَذَهُ سَلَبُهُ» . رَوَاهُ أَبُو دَاوُد
