মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৭৪৭
১৫. দ্বিতীয় অনুচ্ছেদ - মদীনার হারামকে আল্লাহ তাআলা কর্তৃক সংরক্ষণ প্রসঙ্গে
২৭৪৭। (তাবেয়ী) সুলায়মান ইবনে আবু আব্দুল্লাহ্ বলেন, আমি হযরত সা'দ ইবনে আবু ওয়াক্কাস (রাঃ)-কে দেখিলাম তিনি এক ব্যক্তির জামা-কাপড় কাড়িয়া লইলেন, সে মদীনার হেরেমে শিকার করিতেছিল, যাহা রাসূলুল্লাহ্ (ﷺ) হারাম করিয়া দিয়াছেন। অতঃপর তাহার মনিবগণ আসিয়া তাঁহার সাথে এ ব্যাপারে আলাপ করিলে উত্তরে তিনি বলিলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) এই হেরেমকে হারাম করিয়াছেন এবং বলিয়াছেনঃ যে এমন ব্যক্তিকে ধরিবে যে উহাতে শিকার করিতেছে, সে যেন তাহার জামা-কাপড় ও অস্ত্র কাড়িয়া লয়, সুতরাং আমি তোমাদিগকে ঐ খাদ্য দিতে পারি না যাহা রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে খাইতে দিয়াছেন। হ্যাঁ, যদি তোমরা চাহ আমি তোমাদিগকে উহার মূল্য দিতে পারি। – আবু দাউদ
الْفَصْل الثَّانِي
عَنْ سُلَيْمَانَ بْنِ أَبِي عَبْدِ اللَّهِ قَالَ: رَأَيْتُ سَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ أَخَذَ رَجُلًا يَصِيدُ فِي حَرَمِ الْمَدِينَةِ الَّذِي حَرَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَلَبَهُ ثِيَابَهُ فَجَاءَهُ مَوَالِيهِ فَكَلَّمُوهُ فِيهِ فَقَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَرَّمَ هَذَا الْحَرَمَ وَقَالَ: «مَنْ أَخَذَ أَحَدًا يَصِيدُ فِيهِ فَلْيَسْلُبْهُ» . فَلَا أَرُدُّ عَلَيْكُمْ طُعْمَةً أَطْعَمَنِيهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَكِنْ إِنْ شِئْتُمْ دفعتُ إِليكم ثمنَه. رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
হযরত সা'দসহ কতিপয় সাহাবী মনে করিতেন, মদীনার হেরেম মক্কার হেরেমেরই ন্যায়, কিন্তু অপর সকল সাহাবী এইরূপ মনে করিতেন না। হযরত আয়েশা, হযরত আবদুল্লাহ্ ইবনে মাসঊদ ও হযরত আবদুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) শেষোক্ত দলের অন্তর্ভুক্ত। সুতরাং বুঝা যাইতেছে যে, তাঁহারা এই ব্যাপারে হুযুরের নিষেধ বা নিহীকে ‘নিহীয়ে-তানযীহি' মনে করিতেন, বাধ্যতামূলক নিহী নহে। অন্যথায় হুযূরের নিষেধ জানিয়া সাহাবীদের পক্ষে উহার বরখেলাফ করার কল্পনাও করা যাইতে পারে না। ইমাম আ'যম আবু হানীফা (রঃ) ইঁহাদেরই অনুসরণ করিয়াছেন।
